রাবিতে সামুদ্রিক ঝিনুক বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৯ সেপ্টেম্বর ২০২৪: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফিশারীজ বিভাগে আজ রবিবার সামুদ্রিক ঝিনুক বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১১টায় ফিশারীজ বিভাগের কর্মশালা কক্ষে ‘ Development of fresh and value-added products with market linkage for popularizing consumption and commercialization of marine bivalves’ শীর্ষক এই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান […]