রাবির তিন শিক্ষকের BAS-TWAS পুরস্কার অর্জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৩ ডিসেম্বর ২০২৪: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিনজন শিক্ষক ২০১৫ ও ২০১৭ সালের বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস ( BAS) ও দ্যা ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস ( TWAS) এর  BAS-TWAS Young Scientists Prize অর্জন করেছেন। পুরস্কারপ্রাপ্ত শিক্ষকরা হচ্ছেন, ফিশারীজ গবেষণায় অবদানের জন্য ২০১৫ সালের বায়োলজিক্যাল সায়েন্সেস ক্যাটেগরিতে প্রফেসর মোহা. ইয়ামিন হোসেন (ফিশারীজ বিভাগ), পদার্থবিজ্ঞান গবেষণায় […]