ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ
রাজশাহী বিশ্ববিদ্যালয়

পোস্ট ডক্টরাল ফেলোশিপ বিজ্ঞপ্তি ২০২৫

ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে পোস্ট ডক্টরাল ফেলোশিপের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত দেশের অথবা বাইরের যে কোনো ব্যক্তি উচ্চতর গবেষণার লক্ষ্যে পোস্ট ডক্টরাল ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর গবেষণা প্রস্তাব অবশ্যই বাংলাদেশ সংক্রান্ত হতে হবে। মানবিক ও বাণিজ্য শাখার বিষয়গুলোর ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন Peer reviewed/Scopus Indexed জার্নালে First Author অথবা Corresponding Author হিসেবে কমপক্ষে ২ (দুই)টি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। গবেষণা প্রবন্ধগুলো গবেষকের পিএইচডি গবেষণার সাথে সম্পর্কিত হতে হবে। আবেদনকারী পিএইচডি করার ৭ (সাত) বছরের মধ্যে পোস্ট ডক্টরাল ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। ভর্তিপ্রাপ্ত গবেষক মাসিক ৫০,০০০/- টাকা হারে ফেলোশিপ, আবাসিক ও অন্যান্য সুবিধা পাবেন।

আবেদনকারীদের যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং প্রাথমিক আবেদন পত্র https://www.ru.ac.bd/ibs/ থেকে ডাউনলোড করা যাবে, অথবা ২০/- টাকার ডাকটিকিট সংযুক্ত নিজ ঠিকানা সংবলিত খাম সচিব, আইবিএস, রাবি বরাবর পাঠিয়ে ডাকযোগে সংগ্রহ করা যাবে। প্রয়োজনে যোগাযোগ-ফোন: 02588866753; ইমেইল: ibs@ru.ac.bd। আবেদনপত্র শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৬।

নিম্নের লিংকে প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করা হয়েছে:

প্রফেসর ড. এম. মোস্তফা কামাল

প্রফেসর ও পরিচালক