Advertisement
ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ
রাজশাহী বিশ্ববিদ্যালয় |
বিজ্ঞপ্তি নং: ২০১৯/০২ | তারিখ: ০৭-০২-২০১৯ |
ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়-এ নিম্নের পদ পুরণের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম, বেতন স্কেল ও পদ সংখ্যা: সচিব, টা. ৫০,০০০-৭১,২০০/-ও প্রচলিত ভাতাদি, 0১টি
পদের নাম, বেতন স্কেল ও পদ সংখ্যা: কম্পিউটার অপারেটর, টা. ১২,৫০০-৩০,২৩০/-ও প্রচলিত ভাতাদি, 0১টি
উভয় পদের জন্য স্বহস্তে পূরণকৃত ৫ (পাঁচ) কপি আবেদন পত্র, সকল সার্টিফিকেট-এর সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদপত্র, ২ কপি সত্যায়িত ছবি এবং সচিব, আইবিএস, রাবি-এর অনুকূলে অফেরত যোগ্য ব্যাংক ড্রাফট (সচিব পদের জন্য ২০০০/- এবং কম্পিউটার অপারেটর পদের জন্য ৩০০/- টাকা)সংযুক্ত করতে হবে। চাকুরিরত প্রার্থীদের বিভাগীয় প্রধানের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে।
অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১০ মার্চ ২০১৯।
মোঃ জিয়াউল আলম
সচিব (ভারপ্রাপ্ত)