ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
পদের নাম ও সংখ্যা | বিষয়ের নাম ও সংখ্যা | বেতন স্কেল |
---|---|---|
ফেলো (সহকারী অধ্যাপক) -৭টি/ সহযোগী অধ্যাপক-৩টি |
বাংলা-১, ইংরেজি-১, ইতিহাস-১, রাষ্ট্রবিজ্ঞান-১, অর্থনীতি-১, ব্যবসা প্রশাসন-১, ভূগোল-১, ফোকলোর-১, আইন-১, নৃবিজ্ঞান-১, মনোবিজ্ঞান-১ |
ফেলো (সহকারী অধ্যাপক): টা. ৩৫,৫০০-৬৭,০১০/- সহযোগী অধ্যাপক: ৫০,০০০-৭১,২০০/- ৮ম জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী প্রচলিত ভাতাদি |
উপর্যুক্ত প্রতিটি পদসমূহে নিয়োগের জন্য নিম্নে আবেদনপত্রের লিংক, পূর্নাঙ্গ বিজ্ঞাপন ও প্রয়োজনীয় তথ্যাদির লিংক প্রদান করা হয়েছে। আবেদনপত্র ডাউনলোড করে পূরণ পূর্বক ১১ (এগার) সেট দরখাস্ত পরিচালক, আইবিএস,রাবি-এর অফিসে ২২-০৫-২৫ তারিখ বিকাল ৫টা মধ্যে জমা দিতে হবে। আবেদনের সাথে টা. ২০০০/- (দুই হাজার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের অনুকূলে “পরিচালক (পরীক্ষা তহবিল), আইবিএস”, নামে বিদ্যমান সঞ্চয়ী হিসাব নম্বর ২০০০০২২২৮০৯০ নম্বরে অনলাইন ব্যাংকিং-এর মাধ্যমে জমা দিতে হবে। জমা রশিদসহ সকল প্রকার পরীক্ষার সনদপত্র ও মার্কস সার্টিফিকেটের সত্যায়িত কপি জমা প্রদান করতে হবে। চাকুরিরত প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, চাকুরির অভিজ্ঞতার সার্টিফিকেট, সকল প্রকার গবেষণামূলক প্রবন্ধের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করতে হবে। উল্লেখ্য যারা ২০২৩ সালের বিজ্ঞপ্তি পদের বিপরীতে যাঁরা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
ড. এম মোস্তফা কামাল
প্রফেসর ও পরিচালক