
সম্মানিত সুধী,
আনন্দের সাথে জানাচ্ছি যে, আইবিএস-এর সুবর্ণ জয়ন্তী এবং আইবিএস এলামনাই এসোসিয়েশনের ১৫তম ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আগামী ২০-২১ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শুরু হবে ২০ তারিখ সকাল ১০টায় এবং ডিসেম্বর ২১ তারিখ নৈশভোজের মাধ্যমে শেষ হবে। আইবিএস এলামনাই এসোসিয়েশনের সদস্য হিসেবে আপনাকে এই সম্মেলনে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মেলনে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফরম পূরণপূর্বক নিম্ন ঠিকানায় আগামী ১৫ই নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে পাঠানোর জন্য সবিনয় অনুরোধ করছি। আইবিএস ওয়েব সাইট https://www.ru.ac.bd/ibs/ibs-alumni/ থেকে ফরম ডাউনলোড করে পূরণপূর্বক আইবিএস-এ প্রেরণ করতে হবে।
নিবন্ধন ফি সঞ্চয়ী হিসাব “সুবর্ণ জয়ন্ত্তী ও এলামনাই সম্মেলন-২৫” হিসাব নং:০২০০০২৪৪৮৪৬৭৮, অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় জমা দিতে হবে।
চাঁদার হার:
-
জীবন সদস্য/সহযোগী সদস্য/সদস্য – ৩,০০০/-
-
স্বামী/স্ত্রী – ১,৫০০/-
-
সন্তান (জন প্রতি) – ৫০০/-
-
ড্রাইভার/অন্যান্য (জন প্রতি) – ১৫০০/-
নিবন্ধন ফিসহ পূরণকৃত নিবন্ধন ফরম নিম্ন ঠিকানায় পাঠাতে হবে:
প্রফেসর ড. এম. মোস্তফা কামাল
পরিচালক, আইবিএস, রাবি
ত্রি-বার্ষিক সম্মেলন সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আইবিএস এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মো. ফজলুল হকের সঙ্গে
মোবাইল: 01712277872 ও ইমেইল: fazlulhaque@ru.ac.bd -এর মাধ্যমে যোগাযোগ করা যাবে।
রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন:
Registration Form Final Copy-25.docx
Registration Form Final Copy-25.pdf
অনলাইন রেজিস্ট্রেশন করতে নিচের লিংকে ক্লিক করুন: