Admission Notice_2025-26

                                                                          ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ
                                                                                    রাজশাহী বিশ্ববিদ্যালয়

                                                                    ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এমফিল/পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি

ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস)-এ এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। কলা, সামাজিক বিজ্ঞান, আইন ও বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়; পরিসংখ্যান, জনবিজ্ঞান ও মানব সম্পদ উন্নয়ন, মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশবিদ্যা; এবং বাংলাদেশের জীবন, সমাজ, সংস্কৃতি, পরিবেশ, ও উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত যে কোনো বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিগণ এমফিল ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবেন। ভর্তিপ্রাপ্ত গবেষকগণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক এমফিল ১৫,০০০/- টাকা, পিএইচডি ২০,০০০/- টাকা হারে মাসিক ফেলোশিপ ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।

আবেদনকারীদের যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং প্রাথমিক আবেদন পত্র https://www.ru.ac.bd/ibs/admission-2025-26/ থেকে ডাউনলোড করা যাবে অথবা ২০/- টাকার ডাকটিকিট সংযুক্ত নিজ ঠিকানা সংবলিত খাম পাঠিয়ে ডাকযোগে সংগ্রহ করা যাবে।
পূরণকৃত আবেদনের সাথে টা. ২০০০/- (দুই হাজার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের অনুকূলে ‘পরিচালক (পরীক্ষা তহবিল), আইবিএস’, নামে বিদ্যমান সঞ্চয়ী হিসাব নম্বর ২০০০০২২২৮০৯০ নম্বরে অনলাইন ব্যাংকিং-এর মাধ্যমে জমা দিয়ে জমা রশিদসহ সকল প্রকার একাডেমিক সার্টিফিকেট ও গবেষণা প্রস্তাবণা জমা প্রদান করতে হবে। আবেদন পত্র জমাদানের শেষ তারিখ ৩০ জানুয়ারি ২০২৫। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রফেসর ড. এম. মোস্তফা কামাল
পরিচালক

Admission-Notice_2025-26-1
Preliminary Admission Form-2025-26