Welcome to the Institute of Environmental Science

Message from Director

Prof. Sabrina Naz, PhD
Prof. Sabrina Naz, PhD

The Institute of Environmental Science (IES) was established in 1999 as one of the academic seats of higher research within the University of Rajshahi. It is also the sole institute of its kind in Bangladesh as well. The institute maintains its aim to promote research in environmental science and environmental studies, produce experts in environmental science and develop awareness in protecting environment with its goal to contribute in national development to tackle the challenge of global climate change as country’s number one threat in the new millennium.

Latest Events

31-03-2023

পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিজ্ঞপ্তি নংঃ 1/2023, 2023-2024 শিক্ষাবর্ষে এম. ফিল. ও পিএইচ. ডি. প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি।পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয় 2023-2024 শিক্ষাবর্ষে 2(দুই) বছর মেয়াদী এম. ফিল. ও 3(তিন) বছর মেয়াদী পিএইচ. ডি. প্রোগ্রামে গবেষক ভর্তি করা হবে।আসন সংখ্যা সীমিত।আগামী 02-04-2023 থেকে 22-05-2023 তারিখ পর্যন্ত অফিস চলাকালীন ইনস্টিটিউটের অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ ও জমাদান করতে পারবেন।28-05-2023 তারিখ রবিবার সকাল 10.00টায় ইনস্টিটিউটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ইনস্টিটিউট কর্তৃক নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি হতে হবে।পরিচালক, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে টাঃ 1000/- (একহাজার) মাত্র (অফেরৎযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ ভর্তির আবেদন ফরম ইনস্টিটিউট কার্যালয়ে জমা অথবা ডাকযোগে নিম্নস্বাক্ষরকারী বরাবর প্রেরণ করা যাবে।প্রার্থী অনলাইনে তার আবেদনপত্র পূরণ ও ব্যাংক ড্রাফটের স্ক্যান কপি নিম্নোক্ত ই-মেইলে প্রেরণ করবেন (শর্ত থাকে যে প্রার্থীকে মূল ব্যাংক ড্রাফট কপিটি ডাকযোগে নিম্নস্বাক্ষরকারী বরাবর প্রেরণ করতে হবে।Referee Form 2(দুই) টি সফট কপি অথবা হার্ড কপি নিম্নস্বাক্ষরকারী বরাবর আলাদা প্রেরণ করতে হবে।আবেদন ফরম ও আবেদনের শর্তাবলী ইনস্টিটিউটের কার্যালয়ে পাওয়া যাবে অথবা ইনস্টিটিউটের (www.ru.ac.bd/ies) ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।(ড. সাবরিনা নাজ) প্রফেসর ও পরিচালক, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, E-mail: ies_office@ru.ac.bd