Latest Events

31-03-2023

পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিজ্ঞপ্তি নংঃ 1/2023, 2023-2024 শিক্ষাবর্ষে এম. ফিল. ও পিএইচ. ডি. প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি।পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয় 2023-2024 শিক্ষাবর্ষে 2(দুই) বছর মেয়াদী এম. ফিল. ও 3(তিন) বছর মেয়াদী পিএইচ. ডি. প্রোগ্রামে গবেষক ভর্তি করা হবে।আসন সংখ্যা সীমিত।আগামী 02-04-2023 থেকে 22-05-2023 তারিখ পর্যন্ত অফিস চলাকালীন ইনস্টিটিউটের অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ ও জমাদান করতে পারবেন।28-05-2023 তারিখ রবিবার সকাল 10.00টায় ইনস্টিটিউটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ইনস্টিটিউট কর্তৃক নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি হতে হবে।পরিচালক, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে টাঃ 1000/- (একহাজার) মাত্র (অফেরৎযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ ভর্তির আবেদন ফরম ইনস্টিটিউট কার্যালয়ে জমা অথবা ডাকযোগে নিম্নস্বাক্ষরকারী বরাবর প্রেরণ করা যাবে।প্রার্থী অনলাইনে তার আবেদনপত্র পূরণ ও ব্যাংক ড্রাফটের স্ক্যান কপি নিম্নোক্ত ই-মেইলে প্রেরণ করবেন (শর্ত থাকে যে প্রার্থীকে মূল ব্যাংক ড্রাফট কপিটি ডাকযোগে নিম্নস্বাক্ষরকারী বরাবর প্রেরণ করতে হবে।Referee Form 2(দুই) টি সফট কপি অথবা হার্ড কপি নিম্নস্বাক্ষরকারী বরাবর আলাদা প্রেরণ করতে হবে।আবেদন ফরম ও আবেদনের শর্তাবলী ইনস্টিটিউটের কার্যালয়ে পাওয়া যাবে অথবা ইনস্টিটিউটের (www.ru.ac.bd/ies) ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।(ড. সাবরিনা নাজ) প্রফেসর ও পরিচালক, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, E-mail: ies_office@ru.ac.bd

05-02-2023

” Its Time for Wetland Restoration” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব জলাভূমি দিবসটি পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয় যথাযোগ্য মর্যাদার সাথে উদ্যাপন করেন।ইনস্টিটিউট চত্ত্বর থেকে সকাল 10.00 টায় ব্যানার ও ফেস্টুন নিয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাননীয় উপাচার্য বরাবর বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত গুরুত্বপূর্ণ জলাভূমি সমূহকে অবিলম্বে লীজ ও বানিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার নিষেধাজ্ঞাজারী বিষয়ে জোরালো দাবী জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।এর পরে ইনস্টিটিউটের সেমিনার কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে প্রধান বক্তা হিসাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন বিভাগের সম্মানিত সভাপতি প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরী বাংলাদেশের Coastal Wetland সুন্দরবনের পরিবেশতাত্ত্বিক ও আর্থসামাজিক অবস্থা ওভবিষ্যত করনীয় বিষয়ে বক্তব্য রাখেন এবং ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. সাবরিনা নাজ বাংলাদেশের প্রেক্ষাপঠে জলাভূমির গুরুত্ব, ঝুঁকি ও সমাধান বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।ইনস্টিটিউটসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, কর্মকতা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।