রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৩১ অক্টোবর ২০২৪:

ড. মো. ছাইফুল ইসলামকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইসিটি সেন্টারের পরিচালক নিয়োগ করা হয়েছে। তিনি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিরিনয়ারিং বিভাগের প্রফেসর। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এই নিয়োগ দেন। ইতোমধ্যে তিনি তাঁর দায়িত্বে যোগদান করেছেন।
দায়িত্ব পালনে তিনি আইসিটি সেন্টারের সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
ড. মো. ছাইফুল ইসলাম কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১৯৯৭ স্নাতক (সম্মান) ও ১৯৯৮ সালে স্নাতকোত্তর এবং ২০২১ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০০২ সালে প্রভাষক হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগ দেন ও ২০২৩ সালে প্রফেসর পদে উন্নীত হন। তাঁর বেশ কিছু প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। তিনি উল্লেখযোগ্যসংখ্যক সেমিনার, সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন।