2024-2025 শিক্ষা বর্ষের গবেষকদের নিয়ে প্রফেসর ড. মো. রেদওয়ানুর রহমান ও প্রফেসর এবং পরিচালক ড.  মো. গোলাম মোস্তফা পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্যারদের নেতৃত্বে উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।স্থান গুলোর মধ্যে রয়েছে ফুলবাড়ী কোল্ড মাইন এবং পাওয়ার প্লান্ট, রামসাগর দিনাজপুর, কান্তাজির মন্দির, কাজী এন্ড কাজী টি ইষ্টিটেট পঞ্চগড় এবং তিস্তা বেরেজ পরিদর্শন শেষে রাজশাহীতে ফেরত আসেন।