The viva-voce examination on the M. Phil

The viva-voce examination on the M. Phil thesis entitled ASSESSMENT OF ENVIRONMENTAL CONDITIONS AND MENTAL HEALTH OF CAT OWNERS AND VARIOUS SURGICAL METHODS FOR THE STERILIZATION OF THEIR CAT was defended by Md. Niyamat Ullah held on May 25, 2025 at 3:00 pm at the office of Director, Institute of Environmental Science, University of Rajshahi, Rajshahi-6206, […]

R Programming Language Opening Ceremony 04 May 2025

R Programming Language Opening Ceremony 04 May 2025 পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের O2 কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. গোলাম মোস্তফা পরিচালক, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আরো উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের শিক্ষক, গবেষক, কর্মকর্তা, কর্মচারী ও প্রশিক্ষনার্থীরা। অনুষ্ঠানে প্রফেসর ড. মো. গোলাম মোস্তফা সকলের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য প্রদান করেন।

ইফতার ও দোয়া মাহফিল 11 মার্চ, 2025

পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল 11 মার্চ, 2025 তারিখে অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে আলোচনায় অংশ গ্রহণ করেন প্রফেসর ও পরিচালক ড. মো. গোলাম মোস্তফা এবং মূল আলোচনায় অংশ গ্রহণ করেন প্রফেসর ড. মো. রেদওয়ানুর রহমান।উক্ত অনুষ্ঠানে ইনস্টিটিউটের শিক্ষক, গবেষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন্

Study Tour 2025, Session – 2023-2024

2023-2024 শিক্ষা বর্ষের গবেষকদের নিয়ে প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ ও প্রফেসর ড.  জাকিয়া ইয়াসমীন পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর নেতৃত্বে বাংলাদেশের দক্ষিণ পূর্ব  অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।স্থান গুলোর মধ্যে রয়েছে হাতীয়া, নিঝুম দ্বিপ, মনপুরা ও চরফ্যাশন পরিদর্শন শেষে রাজশাহীতে ফেরত আসেন।

21শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তরজাতিক মাতৃভাষা দিবস উদযাপন

21শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তরজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. গোলাম মোস্তফা স্যারের নেতৃত্বে ইনস্টিটিউটের শিক্ষক, গবেষক,কর্মকর্তা ও কর্মচারীরা প্রভাতফেরি শেষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন এবং শহীদের জন্য নিরবতা পালন শেষে ও শহীদের মাগফেরাতের জন্য দোয়া করা হয়।

Study Tour 2025, Session 2024-2025

2024-2025 শিক্ষা বর্ষের গবেষকদের নিয়ে প্রফেসর ড. মো. রেদওয়ানুর রহমান ও প্রফেসর এবং পরিচালক ড.  মো. গোলাম মোস্তফা পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্যারদের নেতৃত্বে উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।স্থান গুলোর মধ্যে রয়েছে ফুলবাড়ী কোল্ড মাইন এবং পাওয়ার প্লান্ট, রামসাগর দিনাজপুর, কান্তাজির মন্দির, কাজী এন্ড কাজী টি ইষ্টিটেট পঞ্চগড় এবং তিস্তা বেরেজ পরিদর্শন শেষে […]