GIS and Remote Sensing (RS) for Environmental Analysis Closing Ceremony 15 September 2025 পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের O2 কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. গোলাম মোস্তফা পরিচালক, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আরো উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের শিক্ষক, গবেষক, কর্মকর্তা, কর্মচারী ও প্রশিক্ষনার্থীরা। অনুষ্ঠানে প্রফেসর ড. মো. গোলাম মোস্তফা সকলের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং সার্টিফিকেট বিতরণ করেন।
GIS and Remote Sensing (RS) for Environmental Analysis Closing Ceremony 15 September 2025
