পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের 2024-2025 শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি প্রোগ্রামের Inaugural Ceremony 26.09.2024 তারিখে সকাল 11.00 টায় ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর, ড. মো. গোলাম মোস্তফা সভাপতিত্তে সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।উক্ত Inaugural Ceremony শুরুর প্রাক্কালে আগত গবেষকদের ফুল ও গিফট হ্যাম্পার দিয়ে বরণ করা হয়।অনুষ্টানে ইনস্টিটিউটের ইতিহাস, ঐতিহ্য, লক্ষ, উদ্দেশ্য এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মুলক আলোচনা করেন ইনস্টিটিউটের সম্মানীত শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউটের সচিব (ভারপ্রাপ্ত) মো. সুলতান আলী।
পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের 2024-2025 শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি প্রোগ্রামের Inaugural Ceremony
