পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের 2023-2024 শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি প্রোগ্রামের Inaugural Ceremony 13.07.2023 তারিখে সকাল 10.00 টায় ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর, ড. সাবরিনা নাজ এর সভাপতিত্তে সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।উক্ত Inaugural Ceremony শুরুর প্রাক্কালে আগত গবেষকদের ফুল ও গিফট হ্যাম্পার দিয়ে বরণ করা হয়।অনুষ্টানে ইনস্টিটিউটের ইতিহাস, ঐতিহ্য, লক্ষ, উদ্দেশ্য এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মুলক আলোচনা করেন ইনস্টিটিউটের সম্মানীত শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউটের সচিব (ভারপ্রাপ্ত) মো. সুলতান আলী