রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৭ সেপ্টেম্বর ২০২২:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আজ বুধবার ‘ফারসি সাহিত্য: বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর (অব.) মো. অবায়দুর রহমান প্রামানিক ও কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মো. ফজলুল হক। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর মো. ওসমান গনীর সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ইরানের ইয়াজদ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. কাজেম কাহদুয়ি ও আলোচিক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর কে এম সাইফুল ইসলাম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের প্রফেসর মো. নূরুল হুদা। এছাড়া অন্যদের মধ্যে প্রফেসর মো. আতাউল্যাহ এবং শিক্ষার্থীদের মধ্যে দীপু চন্দ্র রায় ও নাজমুস সাকিব।

অনুষ্ঠানে কলা অনুষদের অধিকর্তা আলোচকবৃন্দকে কলা অনুষদ কর্তৃক প্রথম আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে প্রকাশিত ১১টি ফারসি প্রবন্ধ সংবলিত প্রকাশনা উপহার দেন। এছাড়া ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ প্রকাশিত গ্রন্থ ‘মাজমুয়ে গোল’ এর মোড়ক উন্মোচন করা হয়।

বিভাগের শিক্ষার্থী আশিকা বিল্লাহ ও লিমা খাতুন যথাক্রমে ফারসি কবিতা ও গান পরিবেশন করে।

প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর