রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৫ ডিসেম্বর ২০২২:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত  ‘Foundation Training for Non-Academic Staff’ শীর্ষক এক প্রশিক্ষণ আজ বৃহস্পতিবার শেষ হয়েছে। এদিন সকাল ৯:৩০ মিনিটে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম। আইকিউএসি’র পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আইকিউএসসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. মশিহুর রহমান স্বাগত বক্তৃতা করেন।

আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. আব্দুর রশিদ সরকার প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রশিক্ষণে Professional Manner and Etiquette, National Integrity Strategy (NIS), Office Management এর  Itemized Job Solution Cycle ও  Individual Responsibility and Leave Rules, Right to Information (RTI) Act 2009, Financial Rules এর  Procurement Rules, Budget, VAT, TAX, Bill, Voucher এবং  Service Rules বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

চারপর্বের এই প্রশিক্ষণের রিসোর্স পার্সন হিসেবে ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, প্রাক্তন ভারপ্রাপ্ত হিসাব পরিচালক মো. আফসার আলী, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ্ প্রমুখ।

কর্মশালায় রাবিতে কর্মরত ৬০ জন কর্মকর্তা ও ৫০ জন সহায়ক কর্মচারী অংশ নেয়। আইকিউএসি’র পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায় প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করেন।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর