রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৬ ডিসেম্বর ২০২২:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এদিন বেলা ১১টায় চারুকলা অনুষদ প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পাচার্য জয়নুল আবেদীনের পুত্র স্থপতি মইনুল আবেদীন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক। প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি অধ্যাপক নুরুল আমিন। প্রদর্শনী উদ্বোধনের পর অতিথিবৃন্দ প্রদর্শনী ঘুরে দেখেন।

এই অনুষ্ঠানে উপাচার্য শিল্পকর্ম প্রতিযোগিতায় বিজয়ী বিভাগের শিক্ষার্থী-শিল্পীদের পুরস্কার প্রদান করেন।

অনুষ্ঠানে উপাচার্য তাঁর বক্তৃতায় বলেন, শিল্পধারায় মৃৎশিল্প ও ভাস্কর্য এক বিশিষ্ট স্থান করে নিয়েছে। দেশে এই বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত শিল্পীরা আজ পেশাগত ক্ষেত্রেও মেধার স্বাক্ষর রাখছেন। শিল্প সৃষ্টি ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পণ্যে আজ তাদের দক্ষতার প্রতিফলন দেখা যায়। বিভাগের প্রতিযোগিতায় যে শিক্ষার্থী-শিল্পীরা পুরস্কৃত হলো তা অন্যদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকলো বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রদর্শনীতে বিভাগের শিক্ষার্থীদের মৃৎশিল্প ও ভাস্কর্যের বিভিন্ন মাধ্যমের প্রায় ১০০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর