রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০ নভেম্বর ২০২২:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ রবিবার ‘বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব: ৭৫ এর হত্যাকাণ্ড এবং তৎপরবর্তী বাংলাদেশ’ শীর্ষক এক বক্তৃতা অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১১টায় ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) সেমিনারকক্ষে এই বক্তৃতা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মশিউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাজিমুল হকের সভাপতিত্বে এই বক্তৃতায় অন্যদের মধ্যে ইনস্টিটিউটের বঙ্গবন্ধু অধ্যাপক সনৎকুমার সাহা ও প্রাক্তন উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ নূরুল্লাহ্ বক্তৃতা করেন।

এছাড়া এদিন গবেষণাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে আইবিএস-এর সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে আইবিএস পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাজিমুল হক এবং বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. মনিরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউটের ফেলো শুভেন্দু সাহা।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর