রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২১ জুন ২০২২:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এক্রেডিটেশন বিষয়ে এক প্রশিক্ষণ আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এদিন সকাল ৯টায় আইকিউএসি কনফারেন্স কক্ষে ‘Compliance of BAC Accreditation Standards & Criteria‘ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। আইকিউএসি’র পরিচালক প্রফেসর দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. মশিহুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. আবদুর রশিদ সরকার কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে ‘Accreditation in Higher Education’ ও ‘BAC Accreditation Rules and Standards’ শীর্ষক দুটি কারিগরি সেশনে রিসোর্স পারসন হিসেবে বাংলাদেশ এক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর এস এম কবীর বক্তৃতা দেন। প্রশিক্ষণে ‘Compliance of BAC Accreditation Criteria‘ ও ‘Mapping to Assess Preparedness for BAC Accreditation’ শীর্ষক অপর দুটি কারিগরি সেশনও অনুষ্ঠিত হবে।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন অনুষদ অধিকর্তাসহ বিভাগীয় সভাপতি ও শিক্ষকবৃন্দ অংশ নিচ্ছেন।

প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর