রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১২ নভেম্বর ২০২২:

নরওয়ের ক্রিস্টিয়ানসান্ড-রাজশাহী ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ডেক ভিগের নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধিদল আজ শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সাথে সৌজন্য সাক্ষাত মতবিনিময় করেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এই মতবিনিময়কালে তাঁরা নরওয়ের আগডার বিশ্ববিদ্যালয়ের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণাক্ষেত্রে সহযোগিতা, বিশেষ করে যৌথ গবেষণা এবং শিক্ষার্থী ও গবেষক বিনিময়ের জন্য সমঝোতার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে রাবি উপাচার্য সম্মতি জানান। আগামীতে এই সহযোগিতা নরওয়ের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথেও সম্প্রসারিত করা যাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

মতবিনিময়কালে রাবি উপউপাচার্য প্রফেসর মো. সুলতানউলইসলাম, উপউপাচার্য প্রফেসর মো. হুমায়ুন কবীর, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে, ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের সহকারী পরিচালক . মনিরা জান্নাতুল কোবরা, অফিস অব দি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের  সহকারী পরিচালক . শামস মুহা. গালিব, রাজশাহী-ক্রিস্টিয়ানসান্ড ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস ও সদস্য রাবির সাবেক উপউপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহাসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন

প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর