রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৬ নভেম্বর ২০২২:
জাপানের তকুসিমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তামতসু তানাকা ১৬ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সাথে উপাচার্য দপ্তরে সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাতকালে উপাচার্য শিক্ষা ও গবেষণা বিষয়ে রাবির সাথে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থার যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন এবং সে লক্ষ্যে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
অধ্যাপক তানাকা তকুসিমা বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ গবেষণা, শিক্ষক ও গবেষক বিনিময়সহ সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাতকালে প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক তানজিমা ইয়াসমিন, অফিস অব দি ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্সের সহকারী পরিচালক ড. শামস গালিব, তকুসিমা বিশ্ববিদ্যালয়ের
পোস্টডক্টোরাল ফেলো মো. হানিফ আলীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অধ্যাপক তানাকা কাল বৃহস্পতিবার প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগে একটি সেমিনার প্রদান করবেন।
উল্লেখ্য, অধ্যাপক তানাকা রাবি প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের আমন্ত্রণে রাবি সফর করছেন।
অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর