রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৭ ডিসেম্বর ২০২২:
গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) সাথে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। আজ বুধবার দুপুরে আইবিএস’র সেমিনার কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে আইবিএস পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাজিমুল হক ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সেক্রেটারি অধ্যাপক সিদ্দিকুর রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় অন্যদের রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক খন্দকার বজলুল হকসহ রাবির বিশিষ্ট শিক্ষক ও গবেষকগণ উপস্থিত ছিলেন।
অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর