রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৫ আগস্ট ২০২২:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘OBE Curriculum for PSAC’ শীর্ষক চারদিনব্যাপী এক কর্মশালা আজ শেষ হয়েছে। এই কর্মশালায় রাবির বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের ১৮৬ জন সদস্য অংশগ্রহণ করেন।

২২ আগস্ট সোমবার কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি-র পরিচালক প্রফেসর দুলাল চন্দ্র রায়। আইকিউএসসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. মশিহুর রহমান ও প্রফেসর মো. আব্দুর রশিদ সরকার রিসোর্স পার্সন হিসেবে কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় অ্যাক্রেডিটেশন বিধিমালা-২০২২, Bangladesh National Quality Framework (BNQF) I Bangladesh Accreditation Council (BAC) Standards for Accreditation of Academic Program এর আলোকে বিমক কর্তৃক সরবরাহকৃত Outcome Based Education (OBE) ভিত্তিক Curriculum এর সংশোধিত টেমপ্লেট সম্পর্কে আলোচনা করা হয়।

প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর