রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৬ জুন ২০২২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রকৌশল অনুষদ গ্যালারিতে আজ এক সেমিনার অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টায় পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট (আইইএস) আয়োজিত এই সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. আইনুন নিশাত। উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনা করেন, প্রফেসর এ টি এম নাদেরুজ্জামান (উদ্ভিদবিজ্ঞান), প্রফেসর বিধান চন্দ্র দাস (প্রাণিবিদ্যা), প্রফেসর দুলাল চন্দ্র বিশ্বাস (গণযোগাযোগ ও সাংবাদিকতা) এবং প্রফেসর মো. গোলাম মোস্তফা ও প্রফেসর মো. রেদওয়ানুর রহমান (আইইএস)।
আইইএস’র পরিচালক প্রফেসর সাবরিনা নাজের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম।
এই অনুষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা এবং ক্লাইমেট ক্যাম্পের পুরস্কারও প্রদান করা হয়।
প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর