রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৯ আগস্ট ২০২২:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ সোমবার ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে বাংলাদেশের আদর্শিক পটপরিবর্তন: প্রভাব ও প্রতিক্রিয়া’ শীর্ষক এক বক্তৃতা অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১১টায় ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) সেমিনারকক্ষে এই বক্তৃতা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর আবু মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম। ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মোহাম্মদ নাজিমুল হকের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. ইলিয়াছ হোসেন ও ড. মো. আনিসুজ্জামান (দর্শন বিভাগ) প্রমুখ বক্তৃতা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউটের ফেলো শুভেন্দু সাহা।

প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর