রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২১ আগস্ট ২০২২ :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ সোমবার ১৫ আগস্ট উপলক্ষে সংগীত বিভাগ আয়োজিত ‘বঙ্গবন্ধুর শিল্প ও সংস্কৃতি ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন বিকেল ৪:৩০ মিনিটে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম। সংগীত বিভাগের সভাপতি শায়লা তাসমীনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিল্প-সংস্কৃতি ক্ষেত্রে বঙ্গবন্ধুর চিন্তা-চেতনা ও অবদান প্রসঙ্গে বক্তব্য রাখেন। সেখানে অন্যদের মধ্যে সংগীত বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকবৃন্দ ছাড়াও প্রক্টর প্রফেসর মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে, প্রফেসর রুহুল আমিন প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

বিভাগের শিক্ষক ড. সোনিয়া শারমিন খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর