রাজশাহী বিশ্ববিদ্যালয, ২১ নভেম্বর ২০২২:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগে শামুকের জেনেটিক বহুমুখিতা বিষয়ে চেক প্রজাতন্ত্রের মাসারিক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের বিজ্ঞানী ড. তাকুমি সাইতো এক সেমিনার প্রদান করেন। ‘The process of genetic diversification and the formation of distribution of freshwater Molluscs’ শীর্ষক এই সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক তানজিমা ইয়াসমিন। সেমিনারে অন্যদের মধ্যে বিভাগের শিক্ষক ড. মো. শাহরিয়ার শোভন বক্তব্য রাখেন।
পরে বিভাগীয় সভাপতি ড. সাইতোকে একটি স্মৃতিচিহ্ন উপহার দেন।
অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর