রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৮ আগস্ট ২০২২:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ রবিবার একটি আধুনিক প্রশিক্ষণ কক্ষ উদ্বোধন করা হয়েছে। এদিন বেলা ১১টায় ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে আইসিটি সেন্টারে এই প্রশিক্ষণ কক্ষের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর (অব.) মো. অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, অনুষদ অধিকর্তাবৃন্দ, আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর মো. বাবুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে, প্রক্টর প্রফেসর মো. আসাবুল হক প্রমুখসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর উপাচার্যসহ অন্যরা প্রশিক্ষণ কক্ষটি ঘুরে দেখেন। সেখানে উপাচার্য তাঁর মন্তব্যে বলেন, এই প্রশিক্ষণ কক্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীদের সাধারণ কম্পিউটার প্রশিক্ষণ ছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই প্রশিক্ষণ কক্ষে সাধারণ কম্পিউটার ব্যবহারের প্রশিক্ষণ ছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থা আছে।
পরে উপাচার্য ও উপ-উপাচার্যসহ সংশ্লিষ্ট অন্যরা একই ভবনে স্থাপিত বাংলাদেশের প্রথম AR/VR/MR ল্যাব পরিদর্শন করেন।
প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর