রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৭ জুলাই ২০২২:

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর টম মিসিওসিয়া আজ বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেন। এদিন সন্ধ্যা ৭টায় তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স রুমে উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় তাঁরা রাবিতে উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম, বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। প্রসঙ্গক্রমে ডিরেক্টর রাবির শিক্ষার্থী ও গবেষকদের জন্য ব্রিটিশ সহযোগিতার বিষয়ে আশ্বাস প্রদান করেন।

এসময় সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে, বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামের উপ-প্রধান সংরক্ষণ কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে

প্রশাসক, জনসংযোগ দপ্তর