রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১১ ডিসেম্বর ২০২২:
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতায় রানার্স আপ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) দল আজ রবিবার উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সাথে তাঁর অফিসে সাক্ষাত করে। উপাচার্য তাদের এই অর্জনের জন্য অভিনন্দন জানান এবং আগামীতে তারা আরো বড় অর্জনে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় টিম ম্যানেজারসহ শরীরচর্চা বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ৩ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়।
অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর