রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৩০ অক্টোবর ২০১৮:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান হিমালয়ান ইউনিভার্সিটি কনসোর্টিয়াম (Himalayan University Consortium)-এর ২০১৮ সালের বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে নেপাল গেছেন। তিনি সেখানে আজ মঙ্গলবার ৩০ অক্টোবর থেকে কাঠমান্ডুর কাছে ধুলিখেল শহরে অনুষ্ঠানরত দুই দিনব্যাপী এই সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন। উপাচার্য সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা কার্যক্রম ও এর উন্নয়নে ভবিষ্যত পরিকল্পনার পাশাপাশি বাংলাদেশের বর্তমান উন্নয়ন বিষয় তুলে ধরেও বক্তৃতা করেন এবং তিনি কনসোর্টিয়াম চার্টারেও স্বাক্ষর করবেন।
প্রসঙ্গত হিমালয়ান ইউনিভার্সিটি কনসোর্টিয়াম হিন্দুকুশ–হিমালয় অঞ্চলের ৮টি দেশের ৪৭টি সদস্য সংস্থার সমন্বয়ে গঠিত একটি প্রতিষ্ঠান। কাঠমান্ডুস্থ ইন্টান্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (International Centre for Integrated Mountain Development-ICIMOD) এই বার্ষিক সভার সহ–আয়োজক।
এই আয়োজনের একটি কি–নোট ও দুটি প্লিনারি সেশনসহ বেশকয়েকটি বিষয়ে বিজনেস সেশন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
প্রফেসর প্রভাষ কুমার কর্মকার
প্রশাসক, জনসংযোগ দপ্তর, রাবি