রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৯ সেপ্টেম্বর ২০১৯:
রাজশাহী বিশ্ববিদ্যালয় ৩৩তম আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতায় ৬৭ পয়েন্ট নিয়ে মতিহার হল চ্যাম্পিয়ন এবং ৫৭ পয়েন্ট নিয়ে শহীদ জিয়াউর রহমান হল প্রথম রানার আপ ও ২৪ পয়েন্ট নিয়ে শাহ মখদুম হল দ্বিতীয় রানার আপ হয়েছে। ওয়াটারপোলো প্রতিযোগিতায় শহীদ জিয়াউর রহমান হল চ্যাম্পিয়ন এবং মতিহার হল প্রথম রানার আপ ও শাহ মখদুম হল দ্বিতীয় রানার আপ হয়েছে। প্রতিযোগিতায় মতিহার হলের রফিকুল ইসলাম শ্রেষ্ঠ সাঁতারু এবং শহীদ জিয়াউর রহমান হলের হিজলু চাকমা শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় সুইমিংপুলে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার প্রদান করেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া। সেখানে অন্যদের মধ্যে এ্যাথলেটিক্স ও এ্যাকুয়াটিক্স সাব-কমিটির সভাপতি সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. ফখরুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা প্রফেসর এম হুমায়ুন কবীর, প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর লায়লা আরজুমান বানু, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, এ্যাথলেটিক্স ও এ্যাকুয়াটিক্স সাব-কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।