রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১ ডিসেম্বর ২০১৯:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তন গতকাল ৩০ নভেম্বর শনিবার সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর জনাব মোঃ আবদুল হামিদ এই সমাবর্তনে সভাপতিত্ব করেন। সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। ভারতের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রঞ্জন চক্রবর্তী এই আয়োজনে সমাবর্তন বক্তৃতা করেন। তাঁদের উপস্থিতি এই সমাবর্তনকে বিশেষ মর্যাদায় অভিষিক্ত করেছে। এজন্য উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান তাঁদের সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
এই সমাবর্তন অনুষ্ঠানে সহযোগিতা করায় উপাচার্য মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম এমপি, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন (প্রতিমন্ত্রী), সংসদ সদস্যবৃন্দ, বিশিষ্ট নাগরিকবৃন্দ, অংশগ্রহণকারী গ্রাজুয়েট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী, সমাবর্তন উপলক্ষে গঠিত কমিটি ও উপ-কমিটিসমূহের আহ্বায়ক, সাচিবিক দায়িত্বপ্রাপ্ত সদস্যসহ সদস্যবৃন্দ, প্রক্টরিয়াল বডি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ, অন্যান্য নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা, গণমাধ্যম প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
আগামীতেও বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রফেসর প্রভাষ কুমার কর্মকার
প্রশাসক