রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৭ ডিসেম্বর ২০১৮:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) পঞ্চমবারের মতো গ্রাজুয়েশন সেরেমনি-২০১৮ পালন করতে যাচ্ছে আগামীকাল শনিবার। আইবিএ ভবন চত¦রে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।
এদিকে বিজয়ের মাস উপলক্ষে শুক্রবারই রাজশাহীতে এসেছেন বিমক চেয়ারম্যান। এদিন তিনি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক সোনা মসজিদে জুমআর নামাজ আদায় করেন। এরপর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতেও পুষ্পস্তবক অর্পণ করেন বিমক চেয়ারম্যান ।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও আইবিএ পরিচালক প্রফেসর ড. এ. কে. শামসুদ্দোহা।
প্রফেসর প্রভাষ কুমার কর্মকার
প্রশাসক