রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৫ মার্চ ২০১৮:
আজ ২৫ মার্চ গণহত্যা দিবস। একাত্তরের ২৫ মার্চের কাল রাতের গণহত্যার স্মরণে এইদিন সন্ধ্যা ৬:৪৫ মিনিটে উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান ও উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বালন করেন। এরপর উপাচার্য এক সংক্ষিপ্ত বক্তৃতায় ২৫ মার্চের ভয়াল রাতে যাঁরা শহীদ হন সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দিনটিকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণাকে মুক্তিযুদ্ধের চেতনা লালনে এক অন্যতম পদক্ষেপ বলে উল্লেখ করেন। তিনি এই দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে ঘোষণার জন্য সরকারের প্রয়াসের প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহমত পোষণ করে এই উদ্যোগের প্রতি সকলের সমর্থন কামনা করেন। সেখানে অন্যান্যের মধ্যে রেজিস্ট্রার প্রফেসর এম এ বারী, ছাত্র-উপদেষ্টা প্রফেসর জান্নাতুল ফেরদৌস, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার ও প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমান, হলসমূহের প্রাধ্যক্ষগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
দিবসের কর্মসূচিতে আরো ছিলো রাত ৯টা থেকে ৯:০১ মিনিট পর্যন্ত ক্যাম্পাসে আলো নিভিয়ে নীরবতা পালন।