রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২ জুলাই ২০১৯:
রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের প্রফেসর মো. আকরাম হোসেনের মৃত্যুতে উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণায় মরহুমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, প্রফেসর আকরাম হোসেন সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৬ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে রাবি কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাযে জানাযা শেষে তাঁর মরদেহ নওগাঁর ধামইরহাটে পারিবারিক গোরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।
প্রফেসর প্রভাষ কুমার কর্মকার
প্রশাসক