বর্তমান সরকার কতৃক ঘোষিত রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম দেশব্যাপী নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এ প্রোগ্রামের আওতায় বিভিন্ন নাগরিক সেবা সহজীকরণ ও বিদ্যমান নাগরিক সমস্যা সমাধানের লক্ষ্যে এটুআই আইল্যাব এবং ইউএনএফপিএ এর যৌথ উদ্যোগে তিনটি জাতীয় সমস্যাকে চিহ্নিতকরণ করে “সল্যুশন হান্ট” নামক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উদ্যোগে নিম্নোক্ত ০৩টি সমস্যাকে “সল্যুশন হান্ট” প্রতিযোগিতায় দেওয়া হয়েছে:
1) A solution to increase the uptake of maternal care services at health care facility (মাতৃসেবায় উদ্ভাবনী সমাধান: নিরাপদ গর্ভ ধারণ ও সুস্থ্য বাচ্চা প্রসব নিশ্চিতকরণ)
2) Innovative solution to reach youths and adolescents in school, colleges and universities with comprehensive sexual and reproductive health information. (বারো থেকে আঠারো বছর বয়সের কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য ব্যাপক ভাবে পৌঁছানোর উদ্ভাবনী সমাধান )
3) Reaching newlywed couple to share knowledge about reproductive health and family planning (নব দম্পত্তির প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সম্পর্কে বিভিন্ন তথ্য ও পরামর্শ ব্যাপকভাবে পৌঁছানোর উদ্ভাবনী সমাধান)
বিশ্ববিদ্যালয়সমূহ হতে “সল্যুশন হান্ট” প্রতিযোগিতার জন্য শ্রেষ্ঠ সমাধান প্রাপ্তির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দদের ব্যাপক সম্পৃক্ততা প্রয়োজন।এমতাবস্থায় আপনার বিশ্ববিদ্যালয়ের সর্বাধিক অংশগ্রহণ ও শ্রেষ্ঠ সমাধান প্রদানের জন্য অনুরোধ করা হলো। এবং অংশগ্রহণের সুবিধার্থে নিম্নে প্রতিযোগিতার লিঙ্ক প্রদান করা হলো: