a2i এর উদ্যোগে স্মার্ট বাংলাদেশ লোগো ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই লোগো ডিজাইন প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের জন্য প্রতিযোগিতার তথ্যসমূহ শেয়ার করা হলোঃ
a2i থেকে সরবরাহকৃত তথ্যঃ
২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক, বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনী। আর এই স্মার্ট বাংলাদেশের যাত্রায় আপনার সৃজনশীলতায় হয়ে উঠুন স্মার্ট বাংলাদেশের স্মার্ট লোগোর ডিজাইনার! জেনে নিন অনুসরণীয় বিষয়সমূহ:
📢 আগ্রহী ও সৃজনশীল শিল্পীদের কাছ থেকে লোগো আহ্বান করা যাচ্ছে।
📢 লোগোটি মৌলিক হতে হবে।
📢 লোগো তৈরির যৌক্তিকতা ১০০ শব্দের মধ্যে ব্যাখ্যা করতে হবে।
📢 লোগোটি সর্বোচ্চ ১ মেগাবাইটের মধ্যে JPEG/PNG ফরমেটে তৈরি করতে হবে।
📢 লোগোটি logo.smartbangladesh.gov.bd-এই ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে আপলোড করতে হবে।
📢 প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কপিরাইট আইনের বিধান অনুসরণ করতে হবে।
📢 প্রতিযোগিতায় জমা দেওয়া লোগো অন্যত্র ব্যবহার করা যাবে না।
📢 চূড়ান্তভাবে বিজয়ী ব্যক্তি/প্রতিষ্ঠানকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হবে।
অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে এখনই ভিজিট করুন logo.smartbangladesh.gov.bd
🌟 পুরস্কার: ৫ লক্ষ টাকা
🎨 লোগো জমা দেয়ার শেষ সময়: ১৫ জুলাই ২০২৪ রাত ১২টা পর্যন্ত!
#SmartBangladeshLogo #SmartBangladesh2041
#a2i #HDMedia #EDGE #CabinetDivision #ICTDivision
#PMOffice #IamtheSolution #ZeroDigitalDivide