রাজশাহী বিশ্ববিদ্যালয়
কেন্দ্রীয় গ্রন্থাগার
বিজ্ঞপ্তি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে অদ্যাবধি জমাকৃত এবং ডিগ্রি প্রাপ্ত সকল এম.ফিল. এবং পিএইচডি থিসিস কেন্দ্রীয় গ্রন্থাগারের অনলাইন রিপোজিটরিতে আপলোড ও সর্বসাধারণের জন্য উন্মুক্তকরণের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং চলমান রয়েছে। এই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে, গত ১৯ অক্টোবর ২০২২ তারিখে অনুষ্ঠিত ৫১৭তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত সকল এম.ফিল. এবং পিএইচডি ডিগ্রিধারী গবেষকদের দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, অনলাইন রিপোজিটরিতে তাঁদের নিজস্ব থিসিস আপলোড ও উন্মুক্তকরণ বিষয়ে কোনো প্রকার আপত্তি থাকলে তা আগামী ৩ (তিন) মাসের মধ্যে সংশ্লিষ্ট সুপারভাইজারের মাধ্যমে নিম্নস্বাক্ষরকারীর বরাবর লিখিতভাবে অবহিত করতে হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
প্রফেসর ড. মোহাম্মদ হাবিবুল ইসলাম
প্রশাসক
কেন্দ্রীয় গ্রন্থাগার
রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।