রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৩ নভেম্বর ২০২৫:
বিভিন্ন আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংগীত বিভাগের রজত জয়ন্তী পালন করা হয়। এদিন সকাল ৯:৩০ মিনিটে সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনের চত্বরে এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ। বিভাগের সভাপতি প্রফেসর সনজিদা মইদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি উপাচার্য ও উপ-উপাচার্যবৃন্দকে রজত জয়ন্তীর স্মারক ক্রেস্ট উপহার দেন।
অনুষ্ঠানে উপাচার্য জাতীয় পতাকা ও উপ-উপাচার্য (প্রশাসন) বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্জ্বালন করে রজত জয়ন্তী কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীরা উদ্বোধনী সংগীত ও নৃত্য পরিবেশন করে। এরপর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের এক আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, বিভাগের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।
রজত জয়ন্তীর কর্মসূচিতে আরও আছে, বিকেল ৫:৩০ মিনিটে সংগীতানুষ্ঠান।
প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর
