রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২২ মে ২০২৫:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য প্রফেসর নিয়াজ আহমদ খান আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে সৌজন্য সাক্ষাত করেন। রাবি উপাচার্য ভবনে এই সাক্ষাতকালে রাবি উপাচার্য ঢাবি উপাচার্যকে স্বাগত জানান।
এসময় মতবিনিময়কালে তাঁরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে আলোচনা এবং আগামীতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। ঢাবি উপাচার্য রাবি উপাচার্যকে ঢাবি সফরেরও আমন্ত্রণ জানান।
সাক্ষাতকালে রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর