রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৭ আগস্ট ২০২৫:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে আজ রবিবার জাপানের রিটসুমেইকান বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর সিনিচিরো মোহরী সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। মতবিনিময়ে তাঁরা পরস্পরের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার বিষয়ে আলোচনা করেন। প্রসঙ্গক্রমে তাঁরা উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে অ্যাকাডেমিক সহযোগিতা বিশেষ করে যৌথ গবেষণা, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়ের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করলে উপাচার্য সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম ও সহকারী পরিচালক প্রফেসর মো. আতিকুল ইসলাম, জাপানের রিটসুমেইকান বিশ্ববিদ্যালয়ের সিনিয়র গবেষক ড. আব্দুল কুদ্দুস, রাবি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর মো. জহুরুল ইসলাম ও বিভাগের প্রফেসর আবু বকর মো. ইসমাইল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর
—