রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১২ সেপ্টেম্বর ২০২৫:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সামাজিক বিজ্ঞান অনুষদ আয়োজিত ৩য় আন্তর্জাতিক সম্মেলন আজ থেকে শুরু হয়েছে। এদিন সকাল ৯:৩০ মিনিটে সিনেট ভবনে ‘বিল্ডিং ইনক্লুসিভ ফিউচারস: সোসাইটি, ডেভেলপমেন্ট এন্ড গভর্নেন্স ইন দি টুয়েন্টিফার্স্ট সেঞ্চুরি’ ( Building Inclusive Futures: Society, Development and Governance in the 21st Century) শীর্ষক দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।
সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর এস এম এক্রাম উল্যাহর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান ও জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড এর কর্মকর্তা মার্টিনা লিয়েবারম্যান। এই অনুষ্ঠানে যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী উপ-উপাচার্য (গবেষণা) প্রফেসর জোসেফ ডিভাইন     কী-নোট বক্তৃতা প্রদান করেন এবং সম্মেলনের সেক্রেটারি প্রফেসর মো. রবিউল ইসলাম (সমাজকর্ম বিভাগ) স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপাচার্য তাঁর বক্তৃতায় বলেন, বাংলাদেশ রাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ সময়ে অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যত গঠন বিষয়ে এই সস্মেলন বিশেষ তাৎপর্য বহন করে। সামাজিক বিভিন্ন বিষয়ে যেমন দারিদ্র, দুর্নীতি, সুশাসন, টেকসই উন্নয়ন ইত্যাদি বিষয়ের ধারণা পাশ্চাত্যের হবহু অনুকরণে ব্যাখ্যা করলে অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি হয়। সেজন্য স্থানীয় বাস্তবতাকে বিবেচনায় নিয়ে এসব বিষয় বুঝতে হবে এবং প্রাসঙ্গিক নীতি ও কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। এই বিষয়টি আমাদের গবেষকেরা তাদের কাজে আলোকপাত করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সম্মেলনে উপস্থাপিত প্রবন্ধগুলো থেকে রাষ্ট্রগঠন ও অন্তর্ভুক্তিমূলক শাসন, সামাজিক ন্যায়বিচার, টেকসই উন্নয়ন, অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াসহ প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে আগামীর জন্য নির্দেশনা পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই সম্মেলনের আলোচ্য বিষয়গুলো থেকে একুশ শতকের উপযোগী একটি পূর্ণাঙ্গ অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পথরেখাও পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।
দুই দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশসহ সাত দেশের প্রায় পাঁচ শতাধিক গবেষক, আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা অংশ নিচ্ছেন।
সম্মেলন উদ্বোধন অনুষ্ঠান ছাড়াও ৫০টি একাডেমিক সেশনে প্রায় ৩০০টি প্রবন্ধ উপস্থাপিত হবে বলে নির্ধারিত আছে।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর