রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৪ এপ্রিল ২০২৩:
আজ ১৪ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভাষা বিভাগের শিক্ষক সুখরঞ্জন সমদ্দারের অন্তর্ধান দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী সেনারা ক্যাম্পাসের বাসা থেকে সুখরঞ্জন সমদ্দারকে ধরে নিয়ে যায় ও একই দিনে ক্যাম্পাস সংলগ্ন কাজলা পুকুর পাড়ে তাঁকে গুলি করে হত্যা করা হয় বলে জানা যায়।

এই উপলক্ষে আজ উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ রাবি গ্রন্থাগার চত্বরে শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর, রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সেখানে শহীদ পরিবারের পক্ষে শহীদ জায়া চম্পা সমদ্দার, শহীদ সুখরঞ্জন সমদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র, সংস্কৃত বিভাগসহ অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক