রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৩০ মার্চ ২০২৩:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বৃহস্পতিবার প্রফেসর এ বি এম হোসেন – প্রফেসর শাহানারা হোসেন বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১২টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এক অনাড়ম্বর আয়োজনে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন রাবির মরহুম ইমেরিটাস অধ্যাপক এ বি এম হোসেন ও ইতিহাস বিভাগের মরহুম অধ্যাপক শাহানারা হোসেনের পুত্র ড. মুঈন মাহমুদ হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ফজলুল হক, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক মো. আব্দুল ওয়াদুদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ইউনুস আহমদ খান প্রমুখ উপস্থিত ছিলেন। রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে ড. মুঈন মাহমুদ হোসেন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মরহুম ইমেরিটাস অধ্যাপক এ বি এম হোসেন ও অধ্যাপক শাহানারা হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় অনুপ্রাণিত করা এই বৃত্তির অন্যতম উদ্দেশ্যে। মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার এই উদ্যোগ অন্যান্য শিক্ষাহিতৈষী ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানকেও মেধা লালনে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের মেধাবী শিক্ষার্থীদের প্রফেসর এ বি এম হোসেন – প্রফেসর শাহানারা হোসেন ফাউন্ডেশন বৃত্তি প্রদান করা হয়। এবার ২০২০ সালের স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অর্থনীতি বিভাগের সুমাইয়া সুলতানা, সানজিদা নওরীন ও কানিজ ফাতেমা; ইতিহাস বিভাগের মোসা. আদিলা আক্তার নীপা, বাদশা রহমান ও নিগার সুলতানা; ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. নূর হোসেন, তামজিদা সুলতানা ও আহসান উল্লাহ এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ফেরদৌসী আক্তার, চয়ন কুমার মন্ডল ও মো. আশরাফুল ইসলামকে এই বৃত্তি প্রদান করা হয়।

এই অনুষ্ঠানে অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ভূতত্ত¡ ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক