রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০ জুলাই ২০২৫:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ রবিবার তারুণ্যের ক্ষমতায়ন বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯:৩০ মিনিটে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত এম্পাওয়ারিং ইয়থ ফর ইকনোমিক ডেভেলপমেন্ট; রিফিলেক্টিং অন দ্যা পাস্ট টু সিকিউর দ্যা ফিউচার ( Empowering Youth for Economic Revolution: Reflecting on the Past to Secure the Future) শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (বিমক) সদস্য প্রফেসর মাসুমা হাবিব। রাবির ইনস্টিটিউটশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এই সেমিনারের আয়োজন করে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ রবিবার তারুণ্যের ক্ষমতায়ন বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯:৩০ মিনিটে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত এম্পাওয়ারিং ইয়থ ফর ইকনোমিক ডেভেলপমেন্ট; রিফিলেক্টিং অন দ্যা পাস্ট টু সিকিউর দ্যা ফিউচার ( Empowering Youth for Economic Revolution: Reflecting on the Past to Secure the Future) শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (বিমক) সদস্য প্রফেসর মাসুমা হাবিব। রাবির ইনস্টিটিউটশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারের পৃষ্ঠপোষক রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে এই সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, বিমক’র স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি এ্যাসুরেন্স এর পরিচালক ড. দুর্গা রাণী সরকার, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী ও তথ্য প্রযুক্তি বিভাগের এটুআই (a2i) এর প্রকল্প পরিচালক রশিদুল মান্নাফ চৌধুরী। অনুষ্ঠানে আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. মনিমুল হক স্বাগত বক্তৃতা দেন ও আইকিউএসি’র পরিচালক প্রফেসর মো. আবু রেজা ধন্যবাদ জ্ঞাপন করেন।
এই অনুষ্ঠানে রুবিক ( RUBiC) শীর্ষক উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতায় বিজয়ী তিনটি দলকে পুরস্কার প্রদান করা হয়। এই প্রতিযোগিতায় ১১৫টি দল তাদের উদ্ভাবনী ধারণার প্রকল্প নিয়ে অংশগ্রহণ করে।
সেমিনার উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, আমাদের জনশক্তির বড় অংশই তরুণ। তাদের শুধু চাকুরির জন্য প্রতিযোগিতা না করে বরং চাকুরিদাতা হওয়ার জন্য প্রতিযোগিতা করা উচিত। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সে লক্ষ্যে প্রাপ্ত সুযোগ সুবিধার ব্যবহার করা একান্ত আবশ্যক। এই বিষয়ে সরকারের উদার নীতি আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা বিকাশ ও তার গবেষণায় বিশেষভাবে সহায়ক। তিনি সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে অধিকতর পৃষ্ঠপোষকতা প্রদান করারও আহ্বান জানান।
সেমিনার উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, আমাদের জনশক্তির বড় অংশই তরুণ। তাদের শুধু চাকুরির জন্য প্রতিযোগিতা না করে বরং চাকুরিদাতা হওয়ার জন্য প্রতিযোগিতা করা উচিত। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সে লক্ষ্যে প্রাপ্ত সুযোগ সুবিধার ব্যবহার করা একান্ত আবশ্যক। এই বিষয়ে সরকারের উদার নীতি আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা বিকাশ ও তার গবেষণায় বিশেষভাবে সহায়ক। তিনি সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে অধিকতর পৃষ্ঠপোষকতা প্রদান করারও আহ্বান জানান।
সেমিনার উদ্বোধন অনুষ্ঠানের পর কারিগরি সেশনে রুবিক ( RUBiC) বিজয়ী তিনটি দল তাদের উদ্ভাবনী ধারণা প্রদর্শন করে। পরবর্তী সেশনে তিনজন রিসোর্স পারসন বক্তৃতা দেন। সেমিনারের অপর সেশনে সফল উদ্যোক্তা রাবির দুইজন প্রাক্তন শিক্ষার্থী তাদের অভিজ্ঞতা অংশগ্রহণকারীদের অবহিত করেন ও অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নিবন্ধিত ৮৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আইকিএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. কামাল উদ্দিন সেমিনারের উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর