রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৫ আগস্ট ২০২৫:
আজ ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিবসটি পালন করা হয়। এদিন এক ছাত্র-জনতার বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি সকাল ১০টায় সিনেট ভবন চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক ধরে তালাইমারিতে যায় ও সেখান থেকে ক্যাম্পাসে ফিরে আসে। র‌্যালিতে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর এফ নজরুল ইসলামসহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা, অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট পরিচালক ইত্যাদিসহ শিক্ষক- শিক্ষার্থীগণ অংশ নেন।

র‌্যালি উদ্বোধন করে উপাচার্য বলেন, ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের এক অবিস্মরণীয় ঘটনা। এর মধ্য দিয়ে অবসান হয়েছিল এক স্বৈরাচারী শাসনের, জনগণ মুক্তি পেয়েছিল নিপীড়ন-নির্যাতনের হাত থেকে। ছাত্র-জনতার অভূতপূর্ব ঐক্যের ফলে সম্ভব হয়েছিল এই সফল অভ্যুত্থান। এখন সময় হয়েছে আমাদের মধ্যে ঐক্য বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। উপাচার্য তাঁর বক্তব্যে এই অভ্যুত্থানে নিহতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, দিবসটি উপলক্ষ্যে তিন সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর