রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২২ মে ২০২৫:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বৃহস্পতিবার ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজ (আইইওএল) এবং ডাড ইনফরমেশন সেন্টার, ঢাকার যৌথ উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০:৩০ মিনিটে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান।
সেমিনারে জার্মানিতে  Study and Funding Opportunities (Research Grants, Study Scholarship) বিষয়ে রাবি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা দেন ডাড বাংলাদেশ এর আঞ্চলিক কর্মকর্তা মাহমুদুল হাসান সুমন। সেখানে প্রাসঙ্গিক বিষয়ে অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মোহাম্মদ সাজ্জাদুর রহিম ও ভাষা বিভাগের সংস্কৃত বিষয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর মঞ্জুলা চৌধুরীও বক্তব্য রাখেন।
সেমিনারে উপাচার্য তাঁর বক্তৃতায় বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং দেশ ও জাতির উন্নতির জন্য আমাদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হতে হবে। এজন্য প্রাপ্ত সকল সুযোগের সদ্ব্যবহার একান্ত প্রয়োজন। জার্মানি উচ্চশিক্ষা ও গবেষণার জন্য এক আদর্শ গন্তব্য হতে পারে। সেখানে উচ্চশিক্ষার সুযোগ আমাদের গ্রহণ করতে হবে। সেই লক্ষ্যে এই সেমিনার এক তথ্যের উৎস হতে পারে। তিনি এধরনের আরো সেমিনার ও কর্মশালার প্রতিও গুরুত্ব আরোপ করেন।
সেমিনারে কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সেমিনারে প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর