রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০ জুলাই ২০২৫:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ রবিবার ছাত্রজনতার গণঅভ্যুত্থান বার্ষিকী উপলক্ষে শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এদিন বিকেল ৩:৩০ মিনিটে সিনেট ভবনে অনুষ্ঠিত এই সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান। ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের স্মারক ক্রেস্ট উপহার দেওয়া হয়। সেখানে অন্যদের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জামিরুল ইসলাম, শহীদ জহিরুল ইসলামের মা, আহত শিক্ষার্থী হাফিজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসে এক অভূতপূর্ণ ঘটনা। আমাদের শিক্ষার্থীরা দেশের আপামর জনসাধারণকে নিয়ে যে ত্যাগের মাধ্যমে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে তা অকল্পনীয়। এখন প্রয়োজন বিপ্লবের সেই চেতনায় একতাবদ্ধভাবে সমাজকে এগিয়ে নেওয়া যাতে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে না পারে। দীর্ঘদিনের অপশাসনের ফলে যে জঞ্জাল জমেছে তা থেকে মুক্ত হওয়া আমাদের এ মুহূর্তের অন্যতম অগ্রাধিকার। এজন্য চ্যালেঞ্জ অনেক কিন্তু আমরা যদি একতাবদ্ধ থাকি তবে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

ছাত্রজনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের অবদানকে তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তাদের নাম জাতির মনে চির অম্লান হয়ে থাকবে বলে উল্লেখ করেন।

প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার
প্রশাসক, জনসংযোগ দপ্তর